বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেঞ্চুরি ছিল অধরা। বড় রান আসছিল কালেভাদ্রে। তবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে যেন বাউন্ডারির গালিচায় পরিণত করলেন নাজমুল হোসেন শান্ত। বরিশালের বিপক্ষে চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরির অপেক্ষা দূর করলেন রাজশাহীর অধিনায়ক।
ছক্কা বৃষ্টিতে তিন অঙ্কের মাইলফলক ছুঁলেন বাঁহাতি ওপেনার। ৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছেন শান্ত। তবে একটুর জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে তামিম সেঞ্চুরি পেয়েছিলেন ৫০ বলে। শান্ত বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরি পেয়েছিলেন ৫১ বলে। এবার দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ১ বল বেশি খেলে।
সেঞ্চুরিতে পৌঁছতে শান্ত হাঁকান ১০ ছক্কা। চার মারেন মাত্র ৪টি।
প্রতিনিধি