অনলাইন ডেস্ক: সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আবারও অ্যাকশনে হৃতিক রোশন। এর আগেও সিদ্ধার্থের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’ এর মতো ছবিতে অভিনয় করেছেন হৃতিক। তবে এই নতুন ছবিতে অভিনেতাকে দেখা যাবে একেবারে নতুন রূপে।
ফাইটার জেটের গল্পেই এগোবে ছবিটি। ছবির নামও ভাবা হয়েছে ‘ফাইটার’। এই অ্যাকশন থ্রিলারের অনেকটা অংশই শুট হবে আকাশে। এরইমধ্যে ‘ওয়র’ এর সেটেই এই ছবিটি নিয়ে হৃতিকের সঙ্গে আলোচনা করেন সিদ্ধার্থ।
লকডাউনে ছবির চিত্রনাট্যও অনেকটা এগিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। আপাতত তিনি ব্যস্ত ‘পাঠান’ এর শুটে। এই ছবির শুট শেষ হলেই শুরু করবেন ‘ফাইটার’ এর কাজ।, ‘কৃষ ফোর’ শুরু করার আগেই ‘ফাইটার’ শেষ করতে চান হৃতিক।
প্রতিনিধি