শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যাচ্ছেন হেফাজতে ইসলাম-এর আমির শাহ আহমদ শফী। শুক্রবার (১১ মে) রাত সাড়ে ১০টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। হেফাজতে ইসলাম-এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ইতোমধ্যে ঢাকায় এসেছেন আহমদ শফী। শুক্রবার (১১ মে) দুপুরে উত্তরার বাবুস সালাম মাদ্রাসার পার্শ্বে বাবুস সালাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে হেফাজত আমির শাহ আহমদ শফী বলেন, ‘পবিত্র মাহে রমজান সন্নিকটে। এই মাসকে পালনের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, রমজান মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। এই নিয়ামত যথাযথভাবে আদায় করে পরম করুণাময় মহান আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুস সালাম মাদ্রাসার মুহতামিম ও বাবুস সালাম ফাউন্ডেশনের পরিচালক মুফতি আনিসুর রহমান, হেফাজতে ইসলাম-এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত আমিনী, গাজীপুর জেলা সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দফতর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।
বার্তা বিভাগ প্রধান