মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর উপজেলার মুলকান্দি নামক স্থানে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাতজনের মধ্যে ছয়জন একই পরিবারের। বাকীজন সিএনজিচালক।
নিহতরা হচ্ছেন- হরে কৃষ্ণ বাদ্যকার (৫০), তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৬), পুত্রবধু ববিতা রানী (২৪), নাতনি রাধে রানী (৫), ভাইয়ের স্ত্রী খুশী রানি (৫২) ও ভাতিজা রায় প্রকাশ (৩০) এবং সিএনজিচালক জামাল শেখ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, দৌলতপুর থানায় মরদেহ রাখা হয়েছে। তিনি জানান, সিএনজিটা মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল মিনিবাসটি।
প্রতিনিধি