ডেস্ক নিউজ : আজ শুক্রবার ভারতের হরিয়ানা রাজ্যের গুড়গাঁও জেলার (৭৬ টি) এলাকায় কড়া নিরাপত্তায় পালিতে হবে জুমার নামাজ।’
এ নিয়ে পুরোদমে প্রস্তুত রয়েছে গুড়গাঁও প্রশাসন।
ফলে মুসলিমদের জুমার নামাজে নিরাপত্তায় ৭৬ জন মেজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
গত কয়েক সপ্তাহ যাবত হিন্দু চরমপন্থীদের বাধা ও উস্কানিমূলক স্লোগানে খোলা স্থানে নামাজ আদায় করতে পারেনি গুড়গাঁওয়ের মুসলিমরা।
“এ নিয়ে প্রদেশটিতে হিন্দু মুসলিমের মাঝে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় কড়া নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ প্রশাসন।” সহিংসতা প্রতিরোধে সোচ্ছার ছিলেন মানবাধিকার কর্মীরাও। মুসলিমরা যাতে কোনোভাবেই এ উস্কানির ফাঁদে পা না দেয় বারবার সতর্ক করেছেন তারা। তবে পুলিশের নিরাপত্তা থাকলেও গত সপ্তাহে অন্তত দশটি জায়গায় জুমার নামাজ আদায় করতে পারেনি মুসলিমরা।
‘হিন্দু চরমপন্থীদের বাধার মুখে তারা খোলা স্থানে জুমার নামাজ আদায় থেকে বিরত থাকেন।’খবর: এনডিটিভি