অলি আহমেদ : বরগুনার বেতাগী পৌরসভার মেয়র হতে চান ৩ জন। মনোনয়ন পত্র দাখিল জমা দেয়ার শেষ অপেক্ষার পরে জানা গেছে মেয়র পদে ৩ জনই মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় নিদিষ্ট সংখ্যক দলীয় লোকজন নিয়ে উৎসবের আমেজে সোমবার (৩০ নভেম্বর) একই দিন মেয়র পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী পৌর বিএনপির আহবায়কও পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির মল্লিক ও স্বতন্ত্র হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মহসিন।
এরইমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছেন মেয়র প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি ও আশার বাণী শোনাচ্ছেন ভোটারদের।আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে , একজন মেয়রের।
বরগুনা জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার দিলীপ কুমার হাওলাদার জানান, নির্বাচনের তফসিল অনুয়ায়ী বেতাগী পৗরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ শেষ তারিখ ১০ ডিসেম্বর‘ এবং নির্বাচন ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ।