Home » আফগানিস্তানে গাড়িবোমা হামলা, নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত

আফগানিস্তানে গাড়িবোমা হামলা, নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে পর পর দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৪ জন।

নিহতের মধ্যে সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। আজ রোববারের এ হামলার স্থান ও তীব্রতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে।

গজনির প্রাদেশিক হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত জানান, তাদের হাসপাতালে ৩০টি মৃতদেহ ও আহত ২৪ জনকে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তা বাহিনীর একটি শাখা। গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গজনিতে একটি গাড়িবোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত আর বিস্তারিত কিংবা হতাহতের সংখ্যা জানাননি। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *