Home » এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ একজন গ্রেফতার

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ একজন গ্রেফতার

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ একজন গ্রেফতার করা হয়।২৮/১১/২০২০খ্রিঃ বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় অত্র থানাধীন গোয়াবাড়ী সাকিনস্থ ওয়াকওয়ে এবং তানজিম “স” মিল এর বিপরীত পাশে ব্রীজ সংলগ্ন খালি জায়গায় বিবাদী মোঃ জহির আহমদ (২৫), পিতা-সাইদুর রহমান, মাতা-মিনা বেগম, সাং-চড়েরবন, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-কুচারপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট সহ তাহার সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করিয়া প্রকাশ্যে টাকার বিনিময়ে তীর শিলং নামক জুয়া খেলিছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নিঃ)/অমিত সাহা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া বর্ণিত বিবাদী মোঃ জহির আহমদ (২৫) কে ভারতীয় তীর খেলার সামগ্রী সহ তাহাকে আটক করেন। এই সময় তাহার নিকট হইতে ১টি মোবাইল ফোন ও নগদ ২,৪২২/- টাকা উদ্ধার পূর্বক সাক্ষীদের সম্মুখে গত ২৮/১১/২০২০খ্রিঃ বিকাল ১৬.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে থানায় উপস্থিত হইয়া এসআই(নিঃ)/অমিত সাহা বাদী হইয়া ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় এজাহার দায়ের করিলে এয়ারপোর্ট থানার মামলা নং-৬৭, তাং-২৮/১১/২০২০খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩ রুজু করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *