Home » সিলেটে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান শুরু, করা হয় জরিমানা

সিলেটে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান শুরু, করা হয় জরিমানা

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউ ঠেকানোর লক্ষ্যে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে গত দুই দিন থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। রোববার ও সোমবার (২২ ও ২৩ নভেম্বর) সিলেট নগরীতে জেলা প্রশাসনের দুটি টিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ও স্বাস্থ্যসুরক্ষায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে তা মানছেন না সিলেটের বেশিরভাগ মানুষ। ফলে মাস্ক ব্যবহার নিশ্চিত করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে দুইদিন থেকে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। রোববার ও সোমবার জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।

ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান জানান, অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষষের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে লোকজনকে পরামর্শ দেয়া হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *