করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তার ব্যক্তিগত মুখপাত্র বার্তা সংস্থা সিএনএন’কে এই তথ্য জানান।
ট্রাম্পের ছেলের মুখপাত্র বলেন, সপ্তাহের শুরুতে করোনায় আক্রান্ত হন (ট্রাম্প পুত্র) এবং তখন থেকে নিজ কেবিনে কোয়ারেন্টাইনে আছেন তিনি।
তিনি আরো জানান, এখন পর্যন্ত ট্রাম্পের পুত্র অ্যাসিম্পটোমেটিক (উপসর্গহীন) এবং করোনা চিকিতসার সকল নির্দেশিকা মেনে চলছেন।
বার্তা সংস্থা ব্লুমবারগ সর্বপ্রথম ট্রাম্পপুত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাদের ছোট ছেলে ব্যারন।
সূত্র: সিএনএন, বিবিসি
প্রতিনিধি