Home » ৫৭ ঘণ্টা পর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেলো সিলেটের সব এলাকা

৫৭ ঘণ্টা পর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেলো সিলেটের সব এলাকা

সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫৭ ঘন্টা পর বিদ্যুৎবিচ্ছিন্ন সব এলাকায় সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পিডিবি’র ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আরেফিন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের আড়াই দিন পর মেরামত কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে।

তাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিলেটের বিদ্যুৎবিচ্ছিন্ন সব এলাকায় সরবরাহ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার মেরামতে পিজিসিবি, পিডিবি ও আরইবির টিম সমন্বিতভাবে বিরামহীন কাজ করেছে। মেরামত কাজের তদারকি করেছেন বেশ কয়েকজন সংশ্লিষ্ট প্রকৌশলী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *