যুবদের প্রিয় পত্রিকা শুদ্ধবার্তাটোয়েন্টাফোরডটকম এর প্রধান সম্পাদক মোঃ আবু সুফিয়ানের জন্মদিন পালন করা হয়।
শুদ্ধবার্তাটোয়েন্টাফোরডটকম অস্থায়ী কার্যালয়ে ১৫ নভেম্বর ২০২০ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়, উক্ত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুদ্ধবার্তাটোয়েন্টাফোরডটকমের নির্বাহী সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, বার্তা বিভাগ প্রধান আশফাকুর রহমান, উপস্থিত যুব প্রতিনিধি আব্দুল বাতিন, মোঃ মাহফুজ আহমদ, বিজ্ঞাপন প্রতিনিধি মাহফুজ বিন ইসতেয়াক, হাবিব উল ইসলাম, রবিউল ইসলাম, মোহন উপ্যাধায়, লিমন আহমদ, ফরিদ উদ্দিন, মাহমুদুন নবী প্রমুখ।
করোনার পরিস্থিতির পরবর্তীতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা শেষে দোয়া পরিচালনা করেন মাহফুজ বিন ইসতেয়াক।
নির্বাহী সম্পাদক