সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১(এক) বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার।
অদ্য ১২/১১/২০২০খ্রিঃ রাত অনুমান ০৮.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক জনাব এসএম মিজানুর রহমান, এসআই(নিঃ)/ রফিকুল ইসলাম, এএসআই(নি.)/ গিয়াস উদ্দিন, কনস্টেবল/৯৩৫ হুমায়ুন কবির, কনস্টেবল/১৪৫৯ রতন চন্দ্র দেব, কনস্টেবল/১০০৩ সুজিত, কনস্টেবল/১৪৯১ রোমন গঞ্জু-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন পাঠানটুলা তজুম আলী এন্ট্রারপ্রাইজ ও মমিন সিটিঘর এর মাঝে মোহনা আবাসিক এলাকার গলির মুখে অভিযান পরিচালনা করে আসামী ১। সেলিম মিয়া(৫২), পিতা- মৃত খালিক, সাং- পাগলা বীরগাঁও (মসজিদ বাড়ী) ওয়ার্ড নং- ০৭, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে জাহাঙ্গীর নগর, লন্ডন রোড (গিয়াস মিয়ার বাড়ী) থানা- জালালাবাদ, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) বোতল ফেনসিডিল পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল বিক্রয়ের সাথে জড়িত। সিলেট শহরের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদকসেবীদের নিকট খুচরা দরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।