ডেস্ক নিউজ : ইউরোপিয়২০১৫ সালে মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের সঙ্গে বহুল আলোচিত পারমাণবিক চুক্তি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কিন্তু মঙ্গলবার ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও দেশটির আইনপ্রণেতারা।
বুধবার পার্লামেন্টে ইরানের রাজনীতিবিদরা কাগজের মার্কিন পতাকা পোড়ান এবং,আমেরিকার মৃত্যু আসছে বলে, স্লোগান দেন।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের সময় এই স্লোগান ব্যবহৃত হয়েছিল।
এই সময় তারা ব্যালেস্টিক মিসাইলের মজুদ বৃদ্ধি করার কথা বলেন।
প্রেসিডেন্ট রুহানি ট্রাম্পের ঘোষণার পর তেহরানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গকারী আর ইরান চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ।
ইরান ইইউর সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং দুই বিশ্বশক্তি রাশিয়া এবং চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
তবে তিনি বলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে এখন নজর দিবে।
এর আগে, ট্রাম্প ইরান চুক্তি প্রত্যাহারসহ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ইরানকে সহযোগিতাকারী দেশগুলোর ওপর শাস্তি আরোপের কথা বলেন।
ট্রাম্প জানান,যুক্তরাষ্ট্র পরমাণু হুমকির কাছে মাথা নত করবে না।
সৌদিআরব ও ইসরায়েল ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানালেও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ অনেক দেশ এতে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে। ডেইলিমেইল।