Home » সিলেট রেঞ্জের বার্ষিক ভলিবল চাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

সিলেট রেঞ্জের বার্ষিক ভলিবল চাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

সিলেট রেঞ্জের বার্ষিক ভলিবল চাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ১২/১১/২০২০ খ্রিঃ অপরাহ্নে আরআরএফ, সিলেট লালাবাজার পুলিশ লাইনে অনুষ্ঠিত সিলেট রেঞ্জ বার্ষিক ভলিবল চ্যম্পিয়নশীপ টুর্ণামেন্ট/২০২০ এর ফাইনাল খেলায় আরআরএফ, সিলেট দল মৌলভীবাজার, জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উদ্বোধন করেন সিলেট রেঞ্জ ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। খেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্যদের উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট জনাব মোঃ মাহমুদুর রহমান পিপিএম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জনাব মোঃ নুরুল ইসলামসহ আরও পদস্থ কর্মকর্তাবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করতঃ মাননীয় ডিআইজি মহোদয় উপস্থিত খেলোয়ার-দর্শকদের উদ্দেশ্যে এক মনোজ্ঞ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পুলিশ বাহিনীর পেশাগত কঠোর দায়িত্ব ও পরিশ্রমের পাশাপাশি নির্মল খেলাধূলার গুরুত্ব আরোপ করে কবিতার ছন্দে তিনি বলেন, “খেলাধূলা সারাক্ষণ, সুস্থ দেহ, সুস্থ মন”।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *