সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ১২/১১/২০২০খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় এসএমপি মহানগর গোয়েন্দা বিভাগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রতিটি পুলিশ সদস্যকে করোনাকালীন সময়ে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালনের আহবান জানান। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। মহানগর গোয়েন্দা বিভাগের মামলা তদন্তের গুনগত মান বৃদ্ধি ও সঠিকভাবে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করে। গোয়েন্দা বিভাগে কর্মরত সকল অফিসার ও ফোর্সকে অন্য যে কোন ইউনিট হইতে আরোও অধীক দক্ষ তৎপর ও গতিশীল হয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যহত রাখার জন্য নির্দেশনা প্রদান করে। তিনি গোয়েন্দা কার্যক্রমের লক্ষ্য ও প্রাধান্য নির্ধারণ করে গোয়েন্দা বিভাগের সকল কাজ স্বচ্ছতা ও জাবাবদিহিতার সহিত পালনের জন্য বলেন। তাছাড়া জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের কল্যাণকর বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ও সমাধানের আশ্বাস দেন। মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি সিলেটে অনুষ্ঠিতব্য উক্ত বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) জনাব বি,এম, আশরাফ উল্যাহ তাহের, সহকারী পুলিশ কশিনার (ডিবি), পুলিশ পরিদর্শক সহ সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।