সিলেটে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবারে মালবাহী ট্রেন লাইনচ্যুতির কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘণ্টা বন্ধ ছিলো।
জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) বিকেলের দিকে সিলেটের মাইজগাঁও ও ভাটেরার মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান সংলগ্ন স্থানে সার পরিবাহী ট্রেন শান্তাহার ফার্টিলাইজার স্পেশাল লাইনচ্যুত হয়। এর রিপোর্ট (বিকাল ৫টা) পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কাজ চলছিল।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুলাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।
প্রতিনিধি