দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়। ০৩/১১/২০২০খ্রিঃ কর্মস্থলে যাওয়ার জন্য দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর বিনথিয়া বিউটি পার্লারের সামনে থেকে সিএনজি ফোর স্টোক গাড়ীতে উঠেন মোঃ হৃদয় মিয়া (১৮)। গাড়ীতে ছিল যাত্রীবেশী ছিনতাইকারী। গাড়ীটি কিছুদুর যাওয়ার পর যাত্রী ছিনতাইকারী দল তার রিয়েল মি.সি ২ মোবাইল সেট সীম সহ এবং নগদ ১০০/- টাকা ছিনতাই করে গাড়ী থেকে নামিয়ে দেয়। তিনি চিৎকার করলে পিছনে থাকা সিএনজি ফোর স্টোক চালক জীবনের ঝুকি নিয়ে ছিনতাই কারীদের সিএনজি ধাওয়া করেন। মোঃ হৃদয় ও এক মোটরসাইকেল আরোহীর বাইক যোগে পিছু পিছু ধাওয়া করেন। একপর্যায়ে মোঃ হৃদয় বরইকান্দি এলাকায় গিয়ে মোটরসাইকেল পরিবর্তন করে বন্ধু আকাশের মোটরসাইকেলে উঠেন। তাহাদের সাথে যোগ হয় আরো মোটরসাইকেল। ছিনতাইকারীদের সিএনজি ফিল্মী ষ্টাইলে ওলি গলি দিয়ে ত্রাস সৃষ্টি করতঃ বেপরোয়া গতি জনমনে আতংক তৈরী করে পালাতে থাকে। সংবাদ দেওয়া হয় পুলিশকে। শেষ পর্যন্ত জনগনের সহায়তায় পুরান তেতলী আজমল আলীর বাড়ীর নিকট থেকে ১০:৪০ ঘটিকায় সিএনজি সহ ৩ ছিনতাইকারী ১। বাবুল মিয়া (২৯) পিতা- আঃ আজিজ, সাং- মুহাম্মদপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- গুয়াবাড়ী, আবু মিয়ার কলোনী, থানা- জালালাবাদ, জেলা-সিলেট, ২। মাসুম মিয়া (২৪) পিতা- কাঞ্চন মিয়া, সাং- গজিয়া সাদীপুর, থানা- ওসমানীনগর, জেলা-সিলেট বর্তমানে-টিলাগড়, সুরভী-১০, থানা- শাহপরাণ(রহ:), জেলা-সিলেট, ৩। মোঃ রুবেল (২৪) পিতা- কবির মিয়া, সাং- তেতলী নিশ্চিন্তপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দেরকে আটক করেন এবং লুন্ঠিত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-৪ তাং- ০৩/১১/২০২০খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। বিষয়টি দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান ৩ জন ছিনতাইকারী আটক
