Home » নবি(সা.)এর নামে মিথ্যে-কাল্পনিক ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ছাতকে মানবনন্ধন

নবি(সা.)এর নামে মিথ্যে-কাল্পনিক ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ছাতকে মানবনন্ধন

ফ্রান্সে বিশ্বনবি হযরত মুহাম্মাদ(সা.)এর নামে ভিত্তিহীন-বানোয়াট ও কাল্পনিক ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চান্দাই টিলা ছাহেবজাদা মাও.জালাল উদ্দীনের সভাপতিত্বে ছাতকের লাকেশ্বর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। সর্বসাধারণে উপস্হিতে বাজারে তাওহিদী রাসূলপ্রেমিক বিক্ষুদ্ধ জনতা মিছিল শেষে মানববন্ধ ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

মহানবি(সা.) বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবি।মানবজাতির আদর্শ ছিলেন।যুগে যুগে যতো মানুষ মহানবির(সা.)এর মানহানীর চেষ্টা করেছে,আল্লাহ তার জবাব ও শাস্তি দিয়েছেন-চান্দাই টিলা ছাহেবজাদা মাও.জালাল উদ্দীন বক্তব্য উল্লিখিত কথা বলেন ।

লাকেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মাও. আজিজুর রহমান বলেন,মহানবি(সা.)মুনীনের হৃদয়ের স্পন্দন।নিজের জীবন এমনকি পিতা-মাতা,সন্তান-সন্ততি চেয়ে নবিকে আমারা বেশি ভালবাসি।সে নবি(সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র মুসলিমজাতি বরদাশ করবে না।চান্দাইই টিলার ছোট ছাহেবজাদা মাও.নিজাম উদ্দীন ফ্রন্সের নিন্দা করেন।আল ইসলাহ মাওলানা আব্দুল গফুর বলেন,ফ্রান্সের এসব নোংরা কর্মকান্ডের আমরা মর্মাহত এবং তিনি তীব্র নিন্দা জানান।

এ ছাড়া বক্তব্য রাখেন,বড় পলির গাঁও জামে মসজিদের ইমাম মাও.আলমাছ আলী,সাতপাড়া-সদরপুর জামে মসজিদের ইমাম মাও. আবুল খায়ের, দৌতলপুর ইউপির হাফিজ আরব খাঁন,আফতাব আলী,মঈনপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও.সাজলুজ্জামান দুদু,ছাতক উপজেলা তালামিয নেতা সুহেল তাজ ও জুবেল আহমদ।

উক্ত মানববন্ধনে আরো উপস্হিত ছিলেন, ছৈলা আফজলাবাদ আল ইসলাহ সভাপতি হাফিজ গিয়াস উদ্দীন,হাজী রইছ আলী,জাহিদপুর হাই স্কুলে শিক্ষক মাও.জিল্লুল হক্ব,এলপি হাই স্কুলের শিক্ষিক মাও হারুনুর রশিদ, লিলু মিয়া,নোয়াব আলী (মেম্বার)ঈদগার মুতাওয়াল্লী হারুন মিয়া,মোবারক আলী,,মাও.নরুউদ্দীন,আনছার আলী,মাও.আব্দুস সালাম,মাও,মর্তুজ আলী।আর উপস্হিত ছিলেন।
সিদ্দিকে আকবর লতিফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফরিদ মিয়া মাস্টার,নূরে মদিনার যুব সমাজ কল্যাণ সংস্হার সহ-সভাপতি শামিম আহমদ উজ্জ্বল,আল আকসা সমাজ কল্যাণ সংস্হার সভাপতি কামরুজ্জামান সুমন,হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্হার সভাপতি শফিক আহমদ,আল জান্নাত সমাজ কল্যান সংস্হার সহ-সভাপতি চন্দন আহমদ তালুকদার, আছাব উদ্দীন,সেবুল মিয়া,সুজন মিয়া।

ছৈলা ইউপি তালামীয সভাপতি হুসাম উদ্দীন জামিল,লাকেশ্বর বাজার তালামীযের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন,জাহাঙ্গীর আলম,তালামীয কর্মী নাসিম আহমদ,ওদুদ মিয়া,আবু সাঈদ,শাহিদ আলম,,নেছার আহমদ,মোশাহিদ-সহ বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *