Home » এসএমপি কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদ্যাপন

এসএমপি কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদ্যাপন

সিলেট মেট্রোপলিটন পুলিশ ( এসএমপি) কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদ্যাপন করা হয়। ৩১/১০/২০২০খ্রিঃ তারিখে “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করা হয়। সকাল ১১.০০ ঘটিকায় কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেট-এ সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-অপরাধ) জনাব মোঃ এহসান উদ্দিন চৌধুরী পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (অর্থ ও হিসাব) জনাব রাখী রাণী দাশ এর যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী, এমপি, ২৩১, সিলেট-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ সালেহ আহমদ, অধ্যক্ষ, এমসি কলেজ সিলেট, অধ্যাপক জনাব সর্ব্বানী অর্জ্জুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মদনমোহন কলেজ সিলেট, জনাব পরিতোষ ঘোষ, অতিঃ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), জনাব মোঃ শফিকুল ইসলাম অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ, জনাব মাসুক উদ্দিন, (বীর মুক্তিযোদ্ধা), সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগ, জনাব আলহাজ্ব আশফাক আহমদ, উপজেলা চেয়ারম্যান, সিলেট সদর, অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগ, জনাব কাওসার আমহদ হায়দরী, পুলিশ সুপার (অবঃ), সহ-সভাপতি, কমিউনিটি পুলিশিং, সিলেট মহানগর কমিটি, জনাব আফতাব চৌধুরী, সাংবাদিক-কলামিস্ট, জনাব মুহিত চৌধুরী, সভাপতি সিলেট অনলাইন প্রেসক্লাব, জনাব মোঃ হামিদুল হক, প্রোগাম অফিসার দি এশিয়ান ফাউন্ডেশন। এছাড়া বিভিন্ন থানা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগন, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, এসএমপি’র সর্বস্তরের পুলিশ সদস্য সহ সিলেট মহানগরীর সম্মানীত নাগরিকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে জনাব শফিকুল ইসলাম, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের সাথে জড়িত সকল সদস্যদের উদ্দেশে স্বাগত ভাষণ দেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিশেষ অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং সংক্রান্ত বিষয়ে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথি জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী, এমপি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে জঙ্গিবাদ,মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। এ লক্ষে কমিউনিটি পুলিশিংকে আরো জোরদার করার আহবান জানান। পরবর্তীতে প্রধান অতিথি বিভিন্ন থানার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ব্যক্তিত্ব ও কমিউনিটি পুলিশ অফিসারদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতি এসএমপি কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সকলকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পুলিশ ও জনগণ একসাথে কাজ করার মাধ্যমে পবিত্র নগরী সিলেটকে অপরাধ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এজন্য সবাইকে আন্তরিকতার সাথে সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *