প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক। সোমবার রাতে জীবনাবসান হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর।
শারীরিক অসুস্থতার কারণে গত ২৬ এপ্রিল থেকে বাঙুর হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি ছিলেন সুরমা। অবস্থার অবনতি হওয়াতে তাঁকে পরে ভেন্টিলেশনে রাখা হয়। ঋত্বিক-সুরমার দুই মেয়ে আগেই মারা গিয়েছেন। ছেলে ঋতবান ঘটককে রেখে গেলেন তিনি।
১৯২৬-এর ১৪ নভেম্বর সুরমার জন্ম। শুধু ঋত্বিকের স্ত্রী হিসেবে নয়, নিজস্ব পরিচয়েও পরিচিত ছিলেন সুরমা। কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। শিলং-এ জেলও খাটতে হয়েছে তাঁকে।
সুরমার লেখা বই ‘শিলং জেলের ডায়েরি’, ‘পদ্মা থেকে তিতাস’, ‘ঋত্বিক’ পাঠকদের শ্রদ্ধা আদায় করে নিয়েছে। মঙ্গলবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী ববি হাকিম-সহ অন্য বিশিষ্টরা।
নির্বাহী সম্পাদক