Home » সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি

বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মুরারিচাঁদ কলেজ ও সরকারি কলেজের সমন্নয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। মুরারিচাঁদ সরকারি কলেজের সামনে কর্মরত বেসরকারি কর্মচারী পরিষদের আয়োজনে, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারাদেশের সাথে একযোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে। এসময় উপস্থিত বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ জাকারিয়া, পারভজ হাসান, রাজু আহমদ, আলাউদ্দিন মিয়া, শাহ আলম ভাষানি ও অন্যান করম্চারীবৃন্দ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১।যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, ২।স্ব পদে বহাল রেখে সকল প্রকার সুবিধা প্রদান করতে হবে,৩। চাকুরীকালীন বকেয়া পরিশোধ করতে হবে, ৪। বয়সের কোন ঊর্ধ্ব সীমা থাকবে না। বক্তারা আরও বলেন, চাকরি রাজস্বখাতে স্থানান্তর করা না হলে সারাদেশের সরকারি কলেজের বেসরকারী কর্মচারীরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *