Home » করোনায় বিশ্বে মৃত্যু ১০ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে

করোনায় বিশ্বে মৃত্যু ১০ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে

অনলাইন সংস্করণ: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ৭৭ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে ১০ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৯৪২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ৯৬৩ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ২ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৮৫৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৪ হাজার ৪৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৮ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৩ হাজার ৪০৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৮৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ২০ হাজার ৫৩৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ১৫০ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান নয় নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ২১ হাজার ৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৯৪৫ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৫৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *