Home » যুদ্ধবিরতির পরও আর্মেনিয়ার রাতভর হামলা, ৭ আজারবাইজানি নিহত

যুদ্ধবিরতির পরও আর্মেনিয়ার রাতভর হামলা, ৭ আজারবাইজানি নিহত

অনলাইন ডেস্ক : গত দুই সপ্তাহ ধরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে মারাত্মক রকমের সামরিক সংঘাতের পর রাশিয়ার মধ্যস্থতায় শুক্রবার রাতে দু’পক্ষ শান্তি আলোচনায় বসে এবং গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তর শহর গানজায় রাতভর আর্মেনিয়ার হামলায় সাতজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

আজ আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মানবিক কারণে দেয়া সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালায় ইয়েরেভেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বলা হয়, গানজা শহরে স্থানীয় সময় রাত ২ টার দিকে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৩৩ জন আহত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয়েরে বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার বাহিনী বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আজারবাইজানের এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে। তাদের উল্টো অভিযোগ, আজারবাইজান কারাবাখের স্টেপানাকার্টসহ জনবহুল এলাকায় গোলাবর্ষণ করছে। উল্লেখ্য, আজারবাইজান ও আর্মেনিয়া সংঘর্ষে তিন শতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। যুদ্ধ কবলিত অঞ্চল থেকে লাশ উদ্ধার এবং বন্দী বিনিময় করার লক্ষ্য নিয়ে মূলত এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। সূত্র : আল-জাজিরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *