সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার ওতিরবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা ফেটে খুলে যাওয়ায় শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এছাড়াও আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে আলী আছগর নামের বাসের কন্ট্রাক্টর রয়েছেন বলে জানা গেছে।
প্রতিনিধি