Home » আবারও নিউইয়র্ক সিটিতে লকডাউনের পরিকল্পনা

আবারও নিউইয়র্ক সিটিতে লকডাউনের পরিকল্পনা

নিউইয়র্ক সিটির ব্রুকলিন এবং কুইন্সের বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যায়ামাগার, পার্ক ও অত্যাবশ্যকীয় নয় এমন দোকানপাট আবারও বন্ধের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী বুধবার থেকে এই নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো ৪ অক্টোবর রবিবার প্রেস ব্রিফিংকালে এমন আভাস দিয়ে বলেছেন, ‘এসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটছে উদ্বেগজনক হারে। কয়েক মাস আগের দু:খজনক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সবকিছু বন্ধ করার বিকল্প দেখছি না।’

উল্লেখ্য, স্টেট গভর্নরের অনুমোদন পেলেই ৭ অক্টোবর বুধবার থেকে করোনার সংক্রমণের হার বাড়ছে এমন ৯টি এলাকার পাবলিক এবং প্রাইভেট স্কুল, ব্যায়ামাগার, পার্ক বন্ধ এবং রেস্টুরেন্টের ভেতরে-বাইরে খাবারের অনুমতি পুনরায় বাতিল এবং ওষুধ, খাদ্য-সামগ্রী ছাড়া অন্যসব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করা হবে।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে টহল পুলিশের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি জেল-জরিমানার মাত্র বাড়ানো হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *