দক্ষিন সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন (২২) গ্রেফতার এবং মাদক উদ্ধার জরা হয়।
গত ২৭/০৯/২০২০খ্রি: তারিখ রাত্র অনুমান ২২.১৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানার এসআই/ফায়াজ উদ্দিন ফয়েজ এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানার একটি বিশেষ দল দক্ষিণ সুরমা থানাধীন রেল স্টেশন হইতে হুমায়ুন চত্বর যাওয়ার রাস্তা (লিংক রোড) রেল লাইনের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইসমাইল হোসেন (২২), পিতা-নুর মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-দৌলতপুর, থানা-বিশ^নাথ, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
ধৃত ইসমাইল হোসেন এর দেহ তল্লাশী করে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীর বিরুদ্ধে দক্ষিন সুরমা থানার মামলা নং-১৮, তারিখ-২৮/০৯/২০২০খ্রিঃ রুজু করা হয়েছে। ধৃত ইসমাইল হোসেনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।