সিলেট মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ২৫ (পঁচিশ) জন জুয়াড়ী আটক করস হয়। অদ্য ২৫/০৯/২০২০ইং তারিখ ০২.১৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন ঘাসিটুলা মোকামবাড়ীস্থ জনৈক সাইদুল ইসলাম এর বসত ঘরে জুয়া খেলা চলিতেছে সংবাদ প্রাপ্ত হইয়া উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম ও অফিসার-ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা দ্বয়ের নেতৃত্বে টহল ডিউটি পার্টির ইনচার্জ এসআই(নিঃ)/শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন ঘাসিটুলা মোকামবাড়ীস্থ জনৈক সাইদুল ইসলাম এর বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলা অবস্থায় ২৫ (পঁচিশ) জন জুয়াড়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জুয়াড়ীদের নাম ঠিকানা হলো
১। আঃ রহিম (৩২) পিতা-সমছু মিয়া, সাং-লালাদিঘীরপাড়, থানা-কোতোয়ালী, সিলেট, ২। আনোয়ার হোসেন (৪২) পিতা-মৃত আবুল হোসেন, সাং-হাদদপুর, থানা-জালালাবাদ, সিলেট, ৩। আঃ রহিম (১৯) পিতা-মাকসুদ মিয়া, সাং-সামসেরগঞ্জ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, এ/পি-নাসিম মিয়ার কলোনী, কলাপাড়া, থানা-কোতোয়ালী, সিলেট, ৪। কবির হোসেন (৪৫) পিতা-আঃ মোমিন, সাং-বড় বাতুয়া, থানা-বড়–রা, কুমিল্লা, এ/পি-মেজরটিলা, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট, ৫। আজিজুর ইসলাম (৪০) পিতা-মৃত কুদরত আলী, সাং-শ্রীপুর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, এ/পি-খুলিয়াটুলা, থানা-কোতোয়ালী ,সিলেট, ৬। জাবেদুর রহমান (৪৫) পিতা-মৃত আঃ হামিদ, সাং-খারাদিপাড়া, থানা-শাহপরাণ (রঃ), সিলেট, ৭। সুমন আহমদ (৩২) পিতা-দুদু মিয়া, সাং-৪২৭ উত্তর বালুচর, থানা-শাহপরাণ (র:), সিলেট, ৮। বাচ্চু মিয়া (৪২) পিতা-মৃত আনু মিয়া, সাং-সোনারপাড়া, শিবগঞ্জ, থানা-শাহপরাণ (র:), সিলেট, ৯। আঃ হক (৪৫) পিতা-জরিপ উল্লাহ, সাং-সইয়া, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, এ/পি-২নং রোড হাকিম মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, সিলেট, ১০। নূর উদ্দিন (২৮) পিতা-মৃত ফিরোজ, সাং-জগদীশপুর, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, এ/পি-চৌকিদেখি, থানা-এয়ারপোর্ট, সিলেট, ১১। আছদ্দর আলী (৫০) পিতা-মৃত আঃ নূর, সাং-দৌলতপুর, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, এ/পি-বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, সিলেট, ১২। নাসির (৩৩) পিতা-মৃত আকলু মিয়া, সাং-টিলাপাড়া, সিলাম, থানা-দক্ষিণ সুরমা, সিলেট, ১৩। বিল্লাহ (৩২) পিতা-মৃত মুনাফ মাল, বাকেরপুর, থানা-চাঁদপুর, জেলা-চাঁদপুর, এ/পি-কাজীরবাজার, থানা-কোতোয়ালী, সিলেট, ১৪। রুহুল আমিন কাজী (৫০) পিতা-আঃ আওয়াল কাজী, সাং-ভাটিপাড়া, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, ১৫। আলী হোসেন (৩৫) পিতা-মৃত আঃ খালেক মিন্টু, সাং-টুকেরগাঁও, থানা-জালালাবাদ, সিলেট, ১৬। হোসেন আহমদ (৪৭) পিতা-জয়নাল, সাং-আল মদিনা-৭, থানা-কোতোয়ালী, সিলেট, ১৭। রাজা মিয়া (২৮) পিতা-আঃ রশিদ, সাং-২৮২ শেখঘাট, থানা-কোতোয়ালী, সিলেট, ১৮। কাউসার আহমদ লিটন (৩৫) পিতা-মৃত আঃ সামাদ, সাং-চৌধুরী ভিলা, তালতলা, থানা-কোতোয়ালী, সিলেট, ১৯। মোঃ খোকন (৫৫) পিতা-মৃত কুটি মিয়া, সাং-বাসা নং-৫২ মোকামবাড়ী, থানা-কোতোয়ালী, সিলেট, ২০। রাশেদ আহমদ রুহেল (৩০) পিতা-মৃত সেনু মিয়া, সাং-বাসা নং-শুভেচ্ছা-৮২, শেখঘাট, থানা-কোতোয়ালী, সিলেট, ২১। সাইদুল হক (৩৫) পিতা-মুদ্দত আলী, সাং-ছোট শাওকা, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, এ/পি-বসনিয়া কলোনী বেতের বাজার, থানা-কোতোয়ালী, সিলেট, ২২। লিটন আহমদ (৩৭) পিতা-আব্দুস সবুর, সাং-দ্বীপিকা-১৮, মেজরটিলা, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট, ২৩। সামছুল ইসলাম (২৫) পিতা-সিরাজুল হক, সাং-বাসা নং-১৭, ব্লক-ডি, ঘাসিটুলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২৪। বাবুল মিয়া (৫০) পিতা-মৃত আবু আলী সরকার, সাং-মাঝিহালী, থানা-তারাকান্দ, জেলা-ময়মনসিংহ, এ/পি-বাসা নং-১৫৮, শুভেচ্ছা, শেখঘাট, থানা-কোতোয়ালী, সিলেট, ২৫। জয়নাল আবেদীন (৪৫) পিতা-মৃত আব্দুল মনাফ, সাং-পীরপুর, টুকেরবাজার, থানা-জালালাবাদ, সিলেট।
আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা।