সিলেটের বিশ্বনাথ উপজেলায় ড্রিম লাইট ফ্রেন্ডস্ সোসাইটি ও সিংগের কাছ মানবতার ঘর এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচী ২০২০।
উক্ত বৃক্ষ রোপণ ও বিতরণে সিংগের এলাকার বিভিন্ন ব্যাক্তি মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।এবং সিংগের কাছ হাই স্কুল,প্রাইমারী স্কুল সহ এলাকার বিভিন্ন মসজিদে গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষ রোপণ ও বিতরণ সময় উপস্থিত ছিলেন সিংগের কাছ হাই স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব মো.আবারক আলী সাহেব, ২নং ওয়ার্ড এর মেম্বার মো.নুর উদ্দিন সাহেব, সিংগের কাছ প্রাইমারি স্কুলের সভাপতি মো.আনসার অালী সাহেব, মুহিন অাহমেদ নেপুর,মোঃ ইকবাল হোসেন,অলিউর রহমান সাজন,মো.শাহিন মিয়া, শাহাব উদ্দিন নাজেল,পারভেজ অাহমদ,ফাহিম অাহমেদ, দিলদার মিয়া,অাবিদুর রহমান শাকিল, হারুন অর রশিদ, মোহাম্মদ অালী,অলিউর রহমান অলিদ,অানোয়ার হোসেন জয়,ইমরান মিয়া,মমিন উদ্দিন মামুন, খালেদুজ্জামান, কাওছার অাহমেদ,হেলাল হোসেন,নাহিম উদ্দিন লোকমান,নাসির হোসন প্রমুখ।