সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুর তিন মাসের মধ্যে মারা গেলেন তার ছোট ভাই বখতিয়ার আহমদ কানিজ (৬৫)। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২ টা ১৫ মিনিটে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছে বদরউদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু বলেন, ‘চাচা কিডনিজনিত সমস্যা নিয়ে গত এক সপ্তাহ ধরে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইতে চিকিৎসাধীন ছিলেন৷ শনিবার দুপুরে তিনি মারা যান। ‘
এরআগে গত ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
প্রতিনিধি