Home » বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারী কভিড-১৯ এ বিপর্যস্ত বিশ্ব। রোজ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। ইতিমধ্যে মৃত্যুর মিছিল সাড়ে ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর শনাক্ত রোগীর সংখ্যা তো আগেই ৩ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২০ লাখ ৪১ হাজার ৩১৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত ৬৮ লাখ সাড়ে ৪৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২ হাজারের বেশি মানুষ।

সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৫২ লাখ ১২ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ হাজার ৪০৪ জন।

মৃত্যুতে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৫৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *