সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। এদের মধ্যে সিলেট মহানগরের একই পরিবারের ৪ জন রয়েছেন।
জানা গেছে, সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ১৭ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট মহানগরের রয়েছেন ১২ জন। এছাড়া সিলেটের বিশ্বনাথ, গোলাপগঞ্জ, কানাইঘাট, মৌলভীবাজার সদর ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ করে শনাক্ত হয়েছে এ ভাইরাস।