প্রায় ১০ মাস হয়ে গেল চিনের উহান হয়ে গোটা বিশ্বে করোনার দাপট অব্যাহত। টিকা বা ওষুধ কবে বাজারে আসবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য চিনের দিকে বার বার অভিযোগের আঙুল উঠেছে। এমনকি চিন ইচ্ছে করে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে মাঝেমধ্যে। যদিও চিন প্রতিবারেই সেই দাবি খারিজ করার চেষ্টা করেছে। এরই মধ্যে চিনের বিড়ম্বনা বাড়িয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটি ডক্টর লি-মেঙ্গ ইয়ান নামে এক মহিলার। তিনি হং কংয়ের স্কুল অব পাবলিক হেল্থের একজন বিজ্ঞানী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি আমেরিকায় আশ্রয় নিয়েছেন। ইয়ানের দাবি, তাঁর কাছে প্রমাণ রয়েছে, এই ভাইরাস কোনও পশু বাজার থেকে ছড়ায়নি, এটি চিনের উহান ল্যাব থেকেই ছড়িয়েছে। এবং এটি ল্যাবেই তৈরি করা হয়েছিল।