সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫২ (বাহান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়। অদ্য ১২/০৯/২০২০খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬.১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) সারোয়ার হোসেন ভুইয়া, এএসআই/ সঞ্জয় চন্দ্র দে, এএসআই/ মোঃ আমির হোসেন আমু, কনস্টেবল/ তাওয়াবুর রহমান, কনস্টেবল/ মোঃ ইকবাল হোসেন, কনস্টেবল/ মোঃ আব্দুল আহাদ, কনস্টেবল/ দীপু সিংহ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ রনি (২৫), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- রজি বেগম, সাং- সৈয়দপুর বাজার, থানা- পীরগাছা, জেলা- রংপুর, বর্তমানে- বরইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫২ (বাহান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।