সিলেটের দক্ষিণ সুরমা থানা, এসএমপি, নিম্নে ছকে বর্ণিত মালামাল সমূহ বিভিন্ন সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে জিডি মূলে জব্দ করেন। অদ্যবদি মালামাল সমূহের কোন প্রকৃত মালিক খোঁজে পাওয়া যায় নাই কিংবা অত্র থানায় আসেন নাই। যদি কোন ব্যক্তি/প্রতিষ্টান বর্ণিত মালামাল সমূহের প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় প্রমাণাদি নিয়ে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিজ্ঞ আদালতে/অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট বরাবরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
দক্ষিণ সুরমা থানায় পরিত্যক্ত মালামালের বিজ্ঞপ্তি
