কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালের প্রধান গেইটের বিপরীতে পার্শ্বে সোনালী পরিবহন এর সামনে রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নি:) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালের প্রধান গেইটের বিপরীতে পার্শ্বে সোনালী পরিবহন এর সামনে অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ জিয়াউর রহমান (৪০) পিতা-রহিম উদ্দিন, সাং-মারালা, থানা-তাহিপুর, জেলা-সুনামগঞ্জ কে গ্রেফতার করেন। এসময় তাহাদের হেফাজত হইতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। ঘটনার বিষয়ে এসআই(নি:) মোঃ হাবিবুর রহমান বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৫, তাং-০৪/০৯/২০২০খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
প্রতিনিধি