ভারতের প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শ্রী প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন সিলেট জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও শোক বইতে স্বাক্ষর করে।
এসময় নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার যশওয়ালের সাথে কুশল বিনিময় হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
প্রতিনিধি