প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের দুটিসহ দেশের ৩১টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
সিলেটের জকিগঞ্জ ও ওসমানীনগর উপজেলা এসেছে শতভাগ বিদ্যুতায়নের আওতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতায় আসার পর আমাদের প্রধান চেষ্টা ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুতের ব্যবস্থা। বিদ্যুৎ থাকলে কর্মসংস্থানের ও অর্থনৈতিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক বাড়িয়েছি।’
২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘এখন উৎপাদিত হচ্ছে ২৩ হাজার ৫৪৮ মেগাওয়াট। ২০২১ সালের মধ্য ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করবো। ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো।’
সিলেট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. আসলাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান উদ্দিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেন চৌধুরী।
আরো যুক্ত ছিলেন নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারে ম্যানেজার অভিলাষ চন্দ্র পাল, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু হানিফ মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাপতি আব্দুল আহাদ, সচিব নজরুল হক তাপাদার, ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী মো. কামাল হোসেন প্রমুখ।
দেশে এ পর্যন্ত ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।
প্রধানমন্ত্রী আজ দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনও উদ্বোধন করেছেন।
প্রতিনিধি