মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি আটক করা হয় ।অদ্য ২৫/০৮/২০২০খ্রিঃ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নি.)/ মোঃ আসলাম হোসেন এসআই(নিঃ)/ মোঃ আকবর হোসেন, এএসআই/ গিয়াস উদ্দিন, এটিএসআই/ আমির হোসেন, কনস্টেবল/ বাপ্পি কুমার, কনস্টেবল/ মো. আব্দুল কাইয়ূম কনস্টেবল/ শুভাশীষ দাস, কনস্টেবল/ রোমন গঞ্জু, কনস্টেবল/ রতন দেব-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পয়েন্ট সংলগ্ন মেসার্স আবেদিন সিএনজি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ গোলাম হোসেন রাব্বী (২৫), পিতা- মোঃ সোবহান চকিদার, সাং- দক্ষিণ মাইজপাড়া চৌকিদার বাড়ী, ডাক- বীরমহল, থানা- ডাসার, জেলা- মাদারীপুর, বর্তমানে- হীরা মিয়ার কলোনী, সোবহানীঘাট, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটক কালে উক্ত আসামীর হেফাজতে হতে ৩০ (ত্রিশ) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায় যে, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা হিসেবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে
উক্ত মাদক ব্যবসাায়িকে আসামী করে এসআই(নিঃ)/ মোঃ আসলাম হোসেন দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।