সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি ভবনে আগুন, সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৮ টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সিলেট ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনের কন্ট্রোল রুম।
কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা জানান, নব্বই দশকের জনপ্রিয় নায়ক প্রয়াত সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) এর মামার বাড়ির বিপরীতে একটি ভবনের দুটি তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, আমরা রাত ৮টা ১০ মিনিটে খবর পাই। সাথে সাথে ফায়ারসার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও ফায়ারম্যানরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ারসার্ভিস কর্মীরা ভবনে লেগে যাওয়া আগুন নিভানোর কাজে ব্যস্ত রয়েছেন বলে জানান তিনি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিনিধি