Home » জঙ্গি সাদির মোবাইল উদ্ধার করেছে পুলিশ

জঙ্গি সাদির মোবাইল উদ্ধার করেছে পুলিশ

সিলেট থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য সানাউল ইসলাম ওরফে সাদি নামের একজন জঙ্গির ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। কাউন্টার টেররিজমের কাছ থেকে তথ্য পাওয়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) কোতোয়ালি থানার এসআই খোকন মোবাইলটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সাদির মোবাইটি হুয়াওয়ে কোম্পানীর। সে গ্রেফতারের পূর্বে মোবাইলটি নষ্ট হওয়ায় মেরামত করতে দিয়েছিলো ফোনের কোম্পানীতে। পরে পুলিশ মোবাইল ফোনটি উদ্ধার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কাছে প্রেরণ করেছে। যতটুকু জেনেছি সাদি রিমান্ডে থাকাকালিন সময়ে মোবাইলের ব্যাপারে তথ্য দিয়েছিলো।

পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সিলেট সেক্টর কমান্ডারসহ পাঁচজনকে গত মঙ্গলবার (১১ আগস্ট) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *