অপূর্ব ও নুসরাত ফারিয়া অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’র শুটিং শুরু হওয়ার কথা ছিল গেল ৮ মার্চ। কিন্তু দেশে করোনাভাইরাসের পরিস্থিতির কারণে এর শুটিং স্থগিত করে দেন নির্মাতা শিহাব শাহীন। অবশেষে আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে এর শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন শিহাব শাহীন নিজেই।
তিনি বলেন, ‘করোনার কারণে মার্চে তো শুটিং করতে পারিনি। আমরা আশা করছি, আগামী অক্টোবরের মাঝামাঝিতে ওয়েব ফিল্মের শুটিং শুরু করতে পারবো। এর আগে কিছু প্রি-প্রডাকশনের কাজ করতে হচ্ছে।’
‘যদি কিন্তু তবুও’ নির্মিত হবে রোমান্টিক গল্পে। এর দৈর্ঘ্য হবে ১২০ মিনিট, মানে দুই ঘণ্টা। আর শুটিং হবে কক্সবাজার ও বান্দরবনে। ওয়েব ফিল্মটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ভারতীয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট জি ফাইভ। অপূর্ব ও নুসরাত ফারিয়া ছাড়াও এতে অভিনয় করছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা প্রমুখ।
প্রতিনিধি