আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৫০ জনের। একই সময়ে দেশটিতে সুস্থ হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।
ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ২০৮ জন এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৮৪ জনের। দেশটিতে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৬৭২ জনের।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬০৬ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ২৯৭ জন।
রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৬ লাখ ১ হাজার ৮৪৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৬৬৭ জন।
তবে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৩ লাখ ২২ হাজার ৭৭৭ জন।
প্রতিনিধি