সিলেটে নব্য জেএমবি’র সেক্টর কমান্ডারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। দাবি করা হচ্ছে, হযরত শাহজালাল (রহ:) মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
পুলিশ জানায়, রবিবার রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়।
পরে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও চার জনকে আটক করে। তাদের মধ্যে সাদিও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর সায়েম লেখাপড়া করে মদনমোহন কলেজে। বাকি দু’জনের বিষয়েও খোঁজখবর নিচ্ছে পুলিশ। সূত্র: যমুনা টিভি।
এসব বিষয়ে কিছুই জানানেই বলে জানান মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার (মিডিয়া)।
একই কথা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি।
প্রতিনিধি