সিলেট বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,বিগত উপজেলা দৌলপুর ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও আগামী ইউপি
নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ,তরুন সমাজ সেবক হাফিজ আরব খান বলেন বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহর সহ-আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ শুভেচ্ছা বার্তায় সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে তিনি,কুরবানি মাধ্যমে ব্যাক্তিগত তাকওয়া, সামাজিক এক্য সম্প্রীতি , পারস্পরিক কল্যাণ, ভ্রাতৃত্ববোধ ও একত্নতার এক মহিমান্বিত ও প্রাণবন্ত চিএ ফুটে উঠে । এর মাধ্যমে আনন্দের পাশাপাশি ছোট,বড়,ধনী,গরিব, বর্ন গোএের ভোদাভেদ ভুল সকলে মিলে এক মানবিক উদার সাংস্কৃতিক মহওম গুনটি প্রকাশ পায়।
তিনি আর বলেন আশা প্রকাশ করেন যে, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মধ্যে আনন্দ বয়ে আনবে।
বার্তাটির শেষে, তিনি করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক!’