সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়,
গত ২৪/০৭/২০২০ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন পুরুষ (বয়স অনুমান ৫০ বছর) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হইয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭/০৭/২০২০খ্রিঃ তিনি মৃত্যু বরণ করেন।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল নোমান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করেন। বর্তমানে মৃতদেহটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রহিয়াছে। এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তি যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহ আল নোমান (মোবাইল:০১৭১৯৩৫১৬০০) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।