Home » সিলেট জেলায় করোনা শনাক্ত ৪ হাজার ছাড়াল

সিলেট জেলায় করোনা শনাক্ত ৪ হাজার ছাড়াল

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা শনাক্ত ৪ হাজার ছাড়াল। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৮১ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে এই সময়ে কারো মৃত্যু ঘটেনি।

সোমবার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৭৫ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জে ১০ জন। হবিগঞ্জে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারে এই সময়ে একজন রোগী শনাক্ত হন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ৪০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৩ জন। সুনামগঞ্জে করোনাকে জয় করেছেন ৬। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ২২ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৪ হাজার ৩০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৪১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ৯১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২০২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ১৮১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৩৫ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *