ভারতের ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই স্কুলের শিক্ষক, ম্যানেজার ও অন্য কর্মীদের বিরুদ্ধে। নক্ক্যারজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের আলওয়ার জেলায়।
এ ঘটনায় শুক্রবার ওই স্কুলের মোট ১৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ১৩ জনের মধ্যে রয়েছে তিন শিক্ষিকাও।
কিশোরীর পরিবারের অভিযোগ, ওই প্রাইভেট স্কুলের ম্যানেজার, শিক্ষক এবং অন্যরা তাঁকে এক বছর ধরে ধর্ষণ করছিল। এমনকি স্কুল শিক্ষক ও কর্মী ছাড়াও ওই এফআইআর-এ নাম রয়েছে কয়েকজন গ্রামবাসীরও।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তবে শনিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।
এতে ছোট শিক্ষার্থীরাও স্কুলে যে নিরাপদ নয়, সে কথাই আরও একবার প্রমাণ হয়ে গেল। এই ধরনের প্রত্যেকটি ঘটনা ভারতে সামাজিক অবক্ষয় বৃদ্ধির প্রমাণ দিচ্ছে, যা উদ্বিগ্ন করে তুলেছে নীতিনির্ধারকদের। সূত্র : কলকাতা ২৪
প্রতিনিধি