Home » সিলেট টিলাগড় পয়েন্টের পশুর হাট স্থগিত

সিলেট টিলাগড় পয়েন্টের পশুর হাট স্থগিত

সিলেটের টিলাগড় পয়েন্টস্থ ঐতিহ্যবাহী এমসি কলেজ লাগোয়া খেলার মাঠে কোরবানির পশুর হাটের প্রস্তুতি প্রস্তুতি এবং সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতিপত্র পাওয়ার আগ পর্যন্ত সেখানে কোনো পশু বেচা-কেনা হবে না- এমনটাই জানিয়েছে পুলিশ।

টিলাগড় পয়েন্টের খেলার মাঠে গতকাল পর্যন্ত পশুর হাট বসানোর প্রস্তুতি দেখা গেলেও আজ শনিবার সেখানে এমন কিছু দেখা যায়নি। প্রশাসনের নির্দেশে সরিয়ে ফেলা হয়েছে বাঁশ-খুঁটি এবং বিক্রির জন্য জড়ো করা গরু-ছাগল।

এ বিষয়ে শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী আজ দুপুরে বলেন, টিলাগড় পয়েন্টের পশুর হাট অবৈধ, এর কোনো বৈধতা নেই। সিটি করপোরেশন থেকেও কোনো অনুমোদন দেয়া হয়নি। তাই যারা এখানে হাট বসাতে ইচ্ছুক- আপাতত তারা এর কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে তারা সিটি করপোরেশন থেকে অনুমতি নিয়ে এসে বৈধভাবে হাট বসানোর প্রক্রিয়া চালাচ্ছেন। এর আগ পর্যন্ত এখানে কোনো পশু উঠানো হবে না এবং কেনা-বেচা হবে না। প্রশাসনের নির্দেশে এ স্থানের বাঁশ-খুঁটি-গরু-ছাগল সব সরিয়ে নেয়া হয়েছে। এ ব্যাপারে যারা এখানে হাট বসাতে ইচ্ছুক তারাও প্রশাসনকে সহযোগিতা করেছেন।

প্রতিবারই অনুমোদন ছাড়া একাধিকবার টিলাগড় পয়েন্টের খেলার মাঠে পশুর হাট বসানো হয়। এবারও তেমন প্রস্তুতি চলছিলো। গত বৃহস্পতিবার রাতে টিলাগড় পয়েন্টে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় টিলাগড় এলাকার একটি পক্ষ। ওইদিন রাত থেকেই মাঠের চারপাশে বাঁশ লাগিয়ে গরু-ছাগল রাখার ব্যবস্থা করা হয়। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকালে গিয়ে দেখা যায়, এমসি কলেজ লাগোয়া খেলার মাঠটিতে প্রায় ২০-২৫ গরু রাখা হয়েছে। সেই সাথে মাঠের আশপাশে অবস্থান করছে শতাধিক যুবক।

তবে সচেতন মহলের প্রতিবাদ আর প্রশাসনের বাঁধার মুখে আজ সকাল থেকে আপাতত এসব কার্যক্রম বন্ধ রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *