সিলেট মেট্রোপলিটন এর কোতোয়ালী মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ সহ ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে কোরবানীর গরু পশুর হাটে আসা নেওয়ার সময় যাহাতে ব্যবসায়ীগণ কোন প্রকার বাধার সম্মুখীন না হয় সেই লক্ষে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ সেলিম মিঞা মোটরসাইকেল মোবাইল টিম গঠন করেছেন। কোতোয়ালী থানার নিয়মিত টহল পার্টির পাশাপাশি উক্ত মোটরসাইকেল মোবাইল টিম সার্বক্ষনিক থানায় এলাকায় নিয়োজিত থাকবে।
তিনি জনান উক্ত মোবাইল টিম সার্বক্ষনিক থানা এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে। অপরাধ, অপরাধী ও বিশেষ করে মাদক ব্যবসায়ীদের তথ্য প্রদান করিয়া পুলিশকে সহায়তা করার জন্য কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনসাধারনকে অনুরোধ জানান।